আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না : পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : অপরাধী যেই হোক তাকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দেবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, আমি কেমন মানুষ বা কেমন ব্যক্তি তা বিচার বিশ্লেষণ করবেন আপনারা। আগে কোনো আশ্বাস দিতে চাই না আমি কি করবো বা কি করতে পারবো। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার পরিচয় দিতে চাই। আপনারা দেখবেন আমি কালি হাতে এসেছি আবার কালি হাতে সুনামগঞ্জ থেকে বিদায় নেব। সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় জেলা পুলিশের কনফারেন্স হল রুমে আয়োজিত সভায় তিনি আরো বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো সুশাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে সেবা প্রদানের জন্য। এসময় তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। পেশাগত দায়িত্ব পালনে ও অপরাধ দমনে সাংবাদিক, সহকর্মী ও অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় তিনি সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে সুনামগঞ্জ আপামর সাধারণ মানুষের সৌজন্যতাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।

এর আগে গত বুধবার (০৮ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। তিনি আর বলেন, সম্প্রতি সংখ্যালঘু নিয়ে মিথ্যা গুজব ছড়ালে, তথ্য পাওয়া মাত্রই মামলা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায়, মিথ্যা গুজব রটানোর চেষ্টা করছে তারা যদি সুনামগঞ্জ জেলার হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুনামগঞ্জের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। কোন অন্যায়, অনিয়মকে প্রশ্রয় দেব না। সুনামগঞ্জকে চাঁদাবাজ, মাদক ও ইভটিজিং মুক্ত বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলবো।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, গত ৪ আগষ্ট সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাই মিস্তি রিপন মিয়াকে গুলি করে পঙ্গু করেছে সেই পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ