মোঃ কামাল হোসেন : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ৪দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি’র প্রথম দিনে আইডিইবি’র সমৃদ্ধি ও সফলতা কামনায় এবং প্রয়াত সদস্য প্রকৌশলীসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল আইডিইবি ভবনের ৫ম তলায় অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৮নভেম্বর) সকাল ১১টায় আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি ব্যারিস্টার এ, এম, মাহবুব উদ্দিন খোকন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী সাখাওয়াত হোসেন সদস্য সচিব, অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটি। ইঞ্জিনিয়ার কাজী লুৎফল কবির, ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম।
গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মির্জা মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সরকারের যে উন্নয়নের সফলতার দাবী করে তার পুরা কৃতিত্বই তৃনমূল পর্যায় থেকে উন্নয়নের রুপকার আপনারা ডিপ্লোমা প্রকৌশলীরা। তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারের উচিত সংস্কার কাজ শেষ করে যত তারাতারি সম্ভব নির্বাচিত সরকারে হাতে ক্ষমতা হস্তান্তর করা।
এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন রানা, ইঞ্জিনিয়ার মোঃ আবেদুর রহমান,ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন। যুগ্ম সদস্য সচিব, ইঞ্জিনিয়ার সোলায়মান (ভিপি) সদস্য সাংগঠনিক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া , ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সদস্য অর্থ সহ অন্তবর্তীকালীন নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, ডিইএব এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ প্রকৌশলী সদস্য সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান।
Leave a Reply