আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতে আদেশ অমান্য করে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা

রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর : রংপুরে বদরগঞ্জে আদালতে নির্দেশ অমান্য করে বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টা। বাধা দেয়ায় সন্ত্রাসীরা আঃ আজিজ ও জুয়েল নামে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশংকাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন লালদিঘী ওয়াকফ এস্টেট উচ্চ বিদ্যালয়ের পিছনে শুক্রবার ১৩ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে।এঘটনায় গুরতর আহত আঃ আজিজ ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে একরামুল হককে প্রদান করে ১৩জনের নামে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, লালদিঘি ওয়াকফ এস্টেট উচ্চ বিদ্যালয়ের জমি মোট ১৭শতক। এর মধ্যে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও স্হায়ী দাতা সদস্য আঃ আজিজ ১১শতক জমি বিদ্যালয়ে নামে জমি দানপত্র করে।কিন্তু স্হানীয় আ: খালেক নামে এক ব্যাক্তি বিদ্যালয়ের জমি নিজের বলে দাবি করে বিভিন্ন সময়ে আ: আজিজকে হুমকি দিয়ে আসছেন।পরবর্তীতে আঃ আজিজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন।বিষয়টি নিয়ে আদালত গভীরভাবে তদন্ত করে গত ২৭/৬/২৪ তারিখে বিদ্যালয়ের পক্ষে রায় প্রদান করে।পরবর্তীতে খালেক আদালতে উপস্থিত হয়ে বিদ্যালয়ের জমিতে ১৪৪ধারা জারি করেন।ফলে আদালত আদেশে উভয় পক্ষকে ঐ জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেন।

কিন্তুু ঘটনার দিন শুক্রবার হওয়ায় বিদ্যালয় বন্ধ থাকায় খালেক তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে আদালত আদেশ অমান্য করে দখল চেষ্টা করে।ঘটনার সময় আঃ আজিজ বাধা দেওয়ায় তার উপর দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় খালেক বাহিনী। এতে আঃ আজিজের মাথায় পশু কুড়াল দিয়ে কোপাতে থাকেন খালেক ও তার লোকজন।

পরবর্তীতে স্হানীয়রা এগিয়ে আসলে খালেক তার লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে গুরতরআহত আজিজকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে।তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলে।এঘটনায় জুয়েল নামে আরেক ব্যাক্তি আহত হয়।

স্হানীয় আহিলা বেগম (৬৫)নামে এক নারী বলেন, খালেক আগের দিন তার বাড়িত মস্তান ভাড়া করি নিয়ে আইসে স্কুল জায়গা দখল করবে বলি।সবার হাতো ধারালো ছুরি কুড়াল ছিলো।

লালদিঘি বাজারে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি বলেন,আদালত রায় দিয়েছে স্কুলের পক্ষে। সেখানে খালেক আদালত আদেশ অমান্য করি ভাড়াটে লোকজন আনি এটে হামলা চালালো।খালেক এটা চরম অন্যায় করেছে।

এ বিষয়ে গুরতর আহত আঃ আজিজ ছেলে বাদী আশরাফুল ইসলাম বলেন, আমার বাবাকে হত্যার উদ্দেশ্য খালেক রংপুর থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে।সেখানে সব ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করার হয়েছে।আমি অভিযুক্ত খালেকসহ তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত খালেকের বাড়িতে যেয়ে তাকে পাওয়া যায়নি।তবে তার স্ত্রী বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন আমার স্বামীর কবলাকৃত জমি স্কুল দখল করে রাখছে।আমার স্বামীকে জমি দখলে দেয়না আজিজসহ তার লোকজন।

লালদিঘি ওয়াকফ এস্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের জমি দান করেছে আঃ আজিজ নামে এক ব্যাক্তি।তিনি বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির প্রধান ছিলেন।এবং দাতা সদস্যও ছিলেন।আদালত সম্প্রতি বিদ্যালয়ে পক্ষে রায় প্রদান করেন।তারপরও খালেকসহ তার লোকজন দুই দফায় জমি দখলের চেষ্টায় লিপ্ত হোন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দোষী আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ