আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা আমতলী সংবাদদাতা : ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সরকারি কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন।

রবিবার সকাল সারে দশটায় আমতলী সরকারি কলেজ ক্যাম্পাসে আমতলী উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন।

উক্ত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির ডাকুয়া, উপস্হিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ, আমতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন তারেক, আমতলী বন্দর মাদ্রাসা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসকাত হাওলাদার, আমতলী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা মেহেদী মোল্লা, ছাত্রদল নেতা সাইফুল, ও তুহিন সহ আমতলী উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের অসংখ্য নেতারা।

আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব বলেন,ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক খুনি হাসিনা ও তার দোসরদের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবীও জানান তিনি।

বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস সড়ক প্রদক্ষিন শেষে নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ