আমতলী (বরগুনা) প্রতিনিধি : ভোলা দক্ষিণ আইচা থেকে চুরি করে আনা সাতটি মহিষ আমতলী থানাধীন পশ্চিম চিলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ।
আটকৃত ব্যক্তিরা হলেন, মোঃ কামাল হাওলাদার (৩৫)পিতা: চানমিয়া হাওলাদার সাং- পশ্চিম চিলা, থানা আমতলী জেলা বরগুনা। মোঃ আলম মুন্সি (৪৫)পিতা: আব্দুল হাজী মালেক মুন্সী সাং- গোলবুনিয়া,ইউনিয়ন চাম্পাপুর, থানা: কলাপাড়া জেলা: পটুয়াখালী।
বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে আমতলী থানাধীন পশ্চিম চিলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ২৭.৯.২০২৫ রোজ শনিবার মোঃ কামাল হাওলাদার (৩৫)পিতা: চানমিয়া হাওলাদার সাং- পশ্চিম চিলা,থানা আমতলী জেলা বরগুনা। বিক্রিতা মো: হাফিজুর রহমান, পিতা:রাজ্জাক মাতব্বর সাং পক্ষিয়া, উপজেলা গলাচিপা, জেলা:পটুয়াখালী কাছ থেকে) মোঃ আলম মুন্সি (৪৫)পিতা: আব্দুল হাজী মালেক মুন্সী সাং- গোলবুনিয়া,ইউনিয়ন চাম্পাপুর, থানা: কলাপাড়া জেলা: পটুয়াখালী এর মাধ্যমে ৭টি মহিষ ক্রয় করে যার মূল্য ৪লাখ ৭৪ হাজার টাকা।
বিক্রেতা মো: হাফিজুর মাতুব্বরের কাছ থেকে ক্রেতা মো: কামাল হাং যে মহিষগুলো ক্রয় করেছে তাদের কাছে বিক্রেতার (মো:হাফিজুর মাতব্বর) নাম সহ লিখিত কাগজ ও টাকা লেনদেনের ভিডিও ফুটেজ আছে।
এছাড়া বিক্রেতা হাফিজুর মুঠো ফোনে এখনও স্বীকার করে সে এদের কাছে মহিষগুলো বিক্রি করেছে।আটককৃত আলম মুন্সি (দালাল) স্বীকার করে সে হাফিজুরের কাছ থেকে মহিষগুলো কামাল হাং কে ক্রয় করে দিয়েছে…যার জন্য আলম মুন্সিকেও পুলিশ গ্রেফতার করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)দেওয়ান জগলুল হাসান জানান,আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।