শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা রুখতে মাঠে ছাত্রশিবির সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা সহ গ্রেপ্তার ৬ কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮ দলের অবস্থান তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি  কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরী জাবেদের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে “Empowered Living” শীর্ষক মোটিভেশনাল আলোচনা সভা শিক্ষক নিয়োগে সুপারিশ থাকলে মানসম্মত শিক্ষক পাবেন না, এতে প্রতিষ্ঠান কলঙ্কিত হবে : আবুল কালাম খিলা আজিজ উল্যাহ উচ্চ বিদ্যায়লয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

‘আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই : ডা. শফিকুর রহমান

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মো: মফিদুল ইসলাম সরকার রংপুর প্রতিনিধি :

এমন একটি দেশ চাই যাকে কেউ ভাগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় রংপুরের মিঠাপুকুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা এমন একটা দেশ চাই যাকে আর কেউ ভাগ করতে পারবে না। সংখ্যালঘু-সংখ্যাগুরু এই সমস্ত নোংরামি করে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করতে পারবে না।’

মিঠাপুকুর উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমির আধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা মো: এনামুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমিরর জয়নাল আবেদীনসহ রংপুর জেলা ও মহানগর শিবিরের নেতারা।

এর আগে তিনি পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। মুরুব্বিরা মন খারাপ করবেন না। আমাদের সন্তানরা যদি সুন্দরভাবে দেশ চালায় তাহলে সব থেকে বেশি খুশি হব আমরা মুরুব্বিরা। আপনারাও খুশি হবেন।’

তিনি বলেন, ‘আমরা এমন একটা দেশ চাচ্ছি যে দেশের মানুষ তাদের অধিকার চাওয়ার প্রয়োজন হবে না। রাষ্ট্র তার অধিকার দিতে বাধ্য হবে। সেই মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ, দখলদারমুক্ত বাংলাদেশ যদি আপনারা চান তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপনাদের ভালোবাসা দিতে হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি একটু ভালোবাসা আমাদের দিবেন। একটু সহযোগিতা করবেন। একটু সাহায্য করবেন। একটু পাশে থাকবেন। একটু বুকে জড়িয়ে ধরবেন। সেই আগামীর বাংলাদেশ করার সংগ্রাম ও লড়াইয়ে সাথী হিসেবে আপনাদের পাশে চাই। সেই আগামীর বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ খুন করেছে। গুম করেছে। আয়নাঘর তৈরি করেছে। শুধু জামায়াতে ইসলামী নয় সকল বিরোধীদলের ওপর তারা নির্যাতন করেছে। তারা জুলুম করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশাল একটা বিধ্বস্ত জেলে একা রেখে তাকে নিয়ে আবার উপহাস করেছে। অনেক কিছুই করেছে আওয়ামী লীগ।’

সনাতন ধর্মাবলম্বীদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু,বৌদ্ধ খ্রিস্টানদের কচুকাটা করবে। কি নির্জলা মিথ্যা প্রচারণা তাদের। কেন আমরা তাদের কচুকাটা করব? তারা হযরত আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসসালামের বংশধর নয়? তাদেরকে কচুকাটা করার জামায়াত কে? বরঞ্চ এই জিজুর ভয় দেখিয়ে আওয়ামী লীগ ৫৩টি বছর সংখ্যালঘুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক। সংখ্যালঘুদের জন্য সবার আগে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা আমাদের মজলুম নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান করে বলেছিলাম, দুঃখ-কষ্ট বুকে চাপা রেখে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। দেশকে রক্ষা করুন। ইনশাআল্লাহ, দেশবাসী দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ইনশাল্লাহ, এই দেশ সামনে এগিয়ে যাবে আর কেউ রশি দিয়ে পেছনে আটকে রাখতে  পারবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক