আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা বিএনপির নেতৃত্বে জালাল উদ্দিন ফকির’র কোন বিকল্প নেই : ভিপি মামুন

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে উপজেলা বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হামিম খান।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম সিকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস খান, আমতলী সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মনির ডাকুয়াসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

এ সময় সভার সভাপতি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন, আজকের এই প্রোগ্রাম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের দাবি হলো আমতলী উপজেলা বিএনপির নেতৃত্বে জালাল উদ্দিন ফকির’র কোন বিকল্প নেই। তার বহিস্কারদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ