মোহাম্মদ শাহ্ আলম শফি : শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সকালে নগরীর টাউন হল মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি হাজি তাজুল ইসলাম ও মহানগর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলামের নেতৃতে শতাদিক নেতৃবৃন্দকে নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জেলা শ্রমিক দলের সভাপতি হাজি বলেন, নির্বাচিতরা এদেশে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ আমাদের জন্য তত ভালো। তিনি আরো বলেন, নির্বাচনের দিন-তারিখ ঠিক হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে।
তিনি বলেন, অতি দ্রুত একটি নির্বাচন দিলে জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্বাচিতরা এদেশে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে।
Leave a Reply