মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি বাহারের ভাতিজা সহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আজ শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
গ্রেফতাকৃতরা হলেন, সাবেক এমপি বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের।
অপরজন কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
ওসি মহিনুল বলেন, তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply