আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রান-আর এফ এল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রাণ কোম্পানির একটি ডিপোতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, দুপুরে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জেনে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ