আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Oplus_0

কুমিল্লার আব্দুল্লাহ রংপুরে

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : সৎ মায়ের কারণে শিশু আব্দুল্লাহ কুমিল্লা থেকে পালিয়ে এসে পীরগাছা চলে আসেন। সেখান থেকে পীরগাছা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক),রংপুর”-শাখায় স্থানান্তর করা হয়েছে।

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক), রংপুরের সূত্রে

জানাগেছে, শিশুটির নামঃ মোঃ আব্দুল্লাহ (১১), পিতার নাম আমান, মাতার নাম মৃত সেলিনা, সৎমায়ের নাম সুমাইয়া গ্রামঃ মঙ্গলমুড়া লালমাই থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা।

আব্দুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় লেখা পড়া করেন। আব্দুল্লাহ ২৭ অক্টোবর দুপুরে তার মা সৎমা সুমাইয়া পড়ালেখা বাদ দিয়ে কাজ করতে বলায়, তার উপর রাগ করে লালমাই রেল স্টেশন হতে ট্রেনে পীরগাছা রেলস্টেশনে চলে আসেন। পীরগাছার স্থানীয় ছাত্ররা আব্দুল্লাহকে থানায় নিয়ে যায়।

আব্দুল্লাহ নিরাপত্তার কথা চিন্তা করে এবং তার পরিবারের খোঁজ না পাওয়া পর্যন্ত উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল হকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে “সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক),রংপুর”-এ স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ