কুমিল্লা প্রতিনিধি : এমপি বাবার ক্ষমতার দাপট আর প্রতিটি এলাকায় প্রতিপক্ষের সমর্থকদের অস্ত্রের মুখে দমিয়ে ও হামলা করে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হওয়া তাহসিন বাহার সূচনাকে অপসারন করেছে সরকার। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে বড় মেয়ে সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন মাসের বেশি সময় সূচনা দায়িত্বে ছিলেন।
কুমিল্লায় ছাত্র জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর হামলার নির্দেশদাতা হিসেবে সূচনার উপর অভিযোগ রয়েছে। রবিবার কুমিল্লার সদর দক্ষিণ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়। সেখানে বাবার পরে তাকে দ্বিতীয় আসামী করা হয়েছে। এ ছাড়া তিনি নির্বাচিত হওয়ার পর কুমিল্লা সিটি করপোরেশনের ভিন্নমতের ১১ জন কাউন্সিলরকে সিটি করপোরেশনের বরাদ্দ দেওয়া থেকে বঞ্চিত করেন। এতে ঐ জনপ্রতিনিধিদের এলাকার সাধারন মানুষ উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হন। ক্ষমতা দেখিয়ে কুমিল্লার বিভিন্ন ডেভেলপার ও বিল্ডিং মালিকদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন
Leave a Reply