কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা অটো রিক্সা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট-২২৯৮ এর সভাপতি মরহুম আবুল হাসেম এর পরিবারকে মৃত্যু ফান্ড হতে অনুদান প্রদান করা হয়। জানা যায়, মরহুম আবুল হাসেম গত ১২ নভেম্বর (মঙ্গলবার) ২০২৪ ইং তারিখ রাতে নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্দ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন) গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় শ্রমিক ইউনিয়নের ফকির বাজারস্থ প্রধান কার্যালয়ে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে মরহুম আবুল হাসেমের স্ত্রী রাহেলা বেগম ও ছেলে রাশেদ খানের হাতে মৃত্যু ফান্ডের অনুদানের অর্থ তুলে দেয় হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবীর চৌধুরীর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ শাহ্ আলম শফি, এছাড়া ও উপস্থিত ছিলেন ইউনিয়নের বয়জ্যোষ্ঠ সদস্য আব্দুর রশিদসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply