২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৭| বর্ষাকাল|
শিরোনাম:
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ অর্জন টাঙ্গাইলের ঘাটাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেলেন জিপিএ ৫ ছাতকে এসএসসিতে পাশের হার ৬৭.৮০ শতাংশ,জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় দিরাইয়ে পুকুরে ভাসতে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার রেজাউল ও রুবেল গং মিলে জোরপূর্বক দীর্ঘদিন ধরে আমার ভিটা দখলের পায়তারা করছে : শিক্ষক কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, কমেছে পাশের হার ও জিপিএ ৫ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত দখলদারদের উচ্ছেদের নোটিশ দেয়ায় ভূমি কর্মকর্তাসহ তিনজনের উপর হামলা ত্রিপুরায় ভারী বর্ষণে গোমতী নদীর পানি বাড়ছে, তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক

খুলনায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪,
  • 256 বার এই সংবাদটি পড়া হয়েছে

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাটের কোলা বাজারে সংঘর্ষে ফারুক মীর (৩৮) নামক ইউপি সদস্য নিহতের ঘটনার জের ধরে আজ শুক্রবার দুপুরে অর্ধ শতাধিক লোক জনের বাড়িতে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজারে এ হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ঝুপির কোপে জসিম নামে একজন আহত হন। জসিমের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফারুক মীর পার্শ্ববর্তী তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ৪ নম্বর উত্তর কোলা ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি গাউস মীরের পুত্র।

তেরোখাদা পুলিশ ও টহলরত সেনা বাহিনীর সদস্য টিম শুক্রবারের ভাঙ্গচুরের ঘটনা সরেজমিনে ঘুরে দেখেছেন। তেরোখাদা পুলিশ ও টহলরত সেনা বাহিনীর টিম কোলা বাজারে অবস্থান করছিলেন। এ সময় দাউদ নামে এক মুরব্বি লোক সেনা টিম ও পুলিশকে জানায় মধুপুর এলাকায় প্রতিপক্ষের লোজন তাদের গরু খুলে নিয়ে গেছে। গরুর কাছে দাউদের পুত্র বধূ আছে। গরুগুলো উদ্ধার করে দিন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণ তাদের গাড়ি নিয়ে লোকটার কথামত কোলা বাজার ত্যাগ করার সাথে সাথে দেশী অস্ত্র নিয়ে বহিরাগত লোকজন নিহতদের স্বজনদের সাথে সংঘবদ্ধ হয়ে কোলা বাজারের পূর্বদিকে নয়া বারাসাত গ্রামে ঢুকে পড়ে। এ সময় তারা খাল পাড়ের লম্বা লাইনে অর্ধশতাধিক লোকের বসতবাড়িতে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এদিকে আজ শুক্রবার বিকালে নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিজ বাড়িতে নিয়ে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের ও আশপাশের লোকজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। গত বৃহস্পতিবার আসরের নামাজের পর এ হামলা ও কোপাকুপির ঘটনা ঘটে। সূত্র থেকে জানা যায়, পূর্ব কলহের জের ধরে জনৈক মনিরুল মোল্যার নেতৃত্বে গত বৃহস্পতিবার মোঃ কবির, নেহাল উদ্দিন, মোহাম্মাদ কাজী, রিপন, রবিউল, কাজল রেখা, এসকেন কাজী, মালেক, বিল্লাল কাজী, উবাই, নুরু ও সাইফুল ইসলামসহ ২৫/৩০ জনের একটা সংঘবদ্ধ দল গোপন জায়গায় বসে হামলা, নিহত ফারুক মীর ও গুরুতর আহত জসিমকে হত্যার নীল নক্সা নিয়ে পরামর্শ করছিল। আসরের নামাজের পর তারা প্রথমে জসিমের উপর চড়াও হয়। কোলা বাজারের পশ্চিম গলিতে তাকে ধারালো রাম দা ও ঝুপি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তারা বিল্লাল ডাক্তারের দোকানে বসা ফারুখ মীরের উপর চড়াও হয়। এবং তাকে মারতে শুরু করে। এ সময় আগত লোকজন বিল্লাল ডাক্তারের দোকান ভাঙ্গচুর ও লুটপাট করে। এক ফাঁকে তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য মীর ফারুক জীবন বাঁচাতে দৌঁড়ে পালিয়ে পিছন দিকে শফিকুলের বাড়ির ভেতর ঘরে ঢুকে পড়ে। এ সময় চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্তরা উক্ত বাড়ির ঘরের মধ্য থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এসময় তারা ধারালো রাম দা ও ঝুপি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার হাত, পা, কোমরসহ নানা জায়গায় এলোপাথারীভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তারা একে একে ফারক মীর, জসিম মীর, গাউস মীর, ইলিয়াস মিনাসহ ১০জনকে কুপিয়ে মারাত্নক আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফারুক মীরের মৃত্যু হয়। আহত জসিম মীরের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে আজ শুক্রবার দুপুরে বহিরাগত একটা সংঘবদ্ধ মহল নিহত ফারুকের স্বজনদের নিয়ে পূর্বের বিবাদমান ও হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় অর্ধ শতাধিক লোকের বসতবাড়িতে হামলা ও ভঙ্গচুরের ঘটনা ঘটানো হয়েছে। এ সকল বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিস পত্র লুটপাট হয়েছে।

কোলা বাজারসহ উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখিত গাজীরহাট এলাকায় দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাগুলির মহড়া চলেছে। ঘটেছে দুই পক্ষের সংঘর্ষ। হতাহতের রক্ত না শুকাতেই আবার সংঘর্ষের ও মৃত্যুর ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, দিঘলিয়া ও তেরোখাদা থানা পুলিশের মাঝে এখনও পূর্ব ইমেজ ফিরে আসেনি। হাসিনা সরকারের পতনের পর থেকে বিজয় উল্লাসের ছত্রচ্ছায়ায় একটা স্বার্থান্বেষী মহলের ইন্দোনে এ এলাকায় সরকারি গাছ কাটা, পুকুর ও ঘের দখল, নিরব চাঁদাবাজী, প্রভাব বিস্তারে নানা হুমকি ধামকিসহ নানা অপরাধমূলক ঘটনা নিরবে ঘটে চলেছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকসহ কোনো মহলকে আশ্বস্ত করতে পারছেন না। বরং উল্লেখিত মোহলের অপতৎপরতায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা কাজ করছে। কখন বড় ধরণের কি ঘটনা ঘটে এ আশঙ্কায় এ এলাকার মানুষের কাটছে নির্ঘুম রজনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ