বিশেষ প্রতিনিধি খুলনা : খুলনা মহানগরীর লবণচরা থানায় পুলিশের করা মিথ্যা মামলায় জামায়েত ইসলামী ও বিএনপি’র ৬১ নেতাকর্মীকে বেখচুর খালাস দিয়েছে। আজ সকাল ১১ টায় বিচারক আব্দুস সালাম এর আদালত এ রায় হয়েছে।
২০১৮ সালের ২১শে সেপ্টেম্বর খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর জামাতের সেক্রেটারী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলে বলে লবণচড়া থানার এসআই আবু সাদেক বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে লবণ চড়া থানায় মামলা দায়েল করে।
লবণচরা থানার তৎকালীন ওসি লিয়াকত আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লা লবণচড়া থানার জামাতের আমির মাস্টার হানিফসহ আরো ১৩ জন আসামি করে আদালতে চার্জ সীট দাখিল করে।
মামলাটি মহানগর দায়রা জজ আদালতে সাক্ষী গ্রহণ শেষে সকল আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় বেখাচুর খালাস প্রদান করে।
মামলায় নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন, সাত বছর মিথ্যা মামলায় আসামিরা আদালতে হাজিরা দিয়ে আসছেন। একজন স্থানীয় জনপ্রতিনিধি তার নিজ বাসাকে ঘটনাস্থল দেখিয়ে গোপন বৈঠকের অভিযোগে করা হয়। এই মামলায় এমন লোককে আসামি করা হয়। যে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারেনা। পুলিশ মূলত অসহায় নিরীহ মানুষদের কাছ থেকে অবৈধ অর্থ সুবিধা আদায়ের জন্য সরকারের নির্দেশে বিরোধী মতকে কোন নেফ্রনের জন্যই এই মামলা করেছিল।
Leave a Reply