আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় মুক্তমঞ্চে কাওয়ালী সন্ধ্যায় দ্রোহের সুর

মাসুম বিল্লাহ ইমরান : খুলনায় কাওয়ালী গানের আসরে সুরের মূর্ছনায় প্রাণের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শারোদ সন্ধ্যায় মুক্তমঞ্চে সুরের আবেশ ছড়িয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জুলাই ও আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। সেখানে ঢল নামে ছাত্র-জনতার।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর’২৪) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খুলনা শিববারি মোড়ে সাবেক জিয়া হল চাতররে টাইফুন শিল্পী গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে এ কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাওয়ালি আসরে ছিল কবিতা, কাওয়ালি গান, বিদ্রোহী গান, অভিনয়, ও একক কবিতা।

কাওয়ালি সন্ধ্যার এই আসরে ‘নিজামুদ্দিন আউলিয়া’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘মন আমার দেহ ঘড়ি’, ‘আল্লাহু আল্লাহু আল্লাহু’, ‘ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা’, ‘স্বাধীনতার গান’সহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা।

অনুষ্ঠানে উপভোগ করতে আসা শিক্ষার্থী ফাতিমা জেরিন বলেন, ‘সাতক্ষীরায় মুক্তমঞ্চে এরকম গানের আসর আগে কখনো দেখা যায়নি। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই কাওয়ালি সন্ধ্যার আসর যেন শহরকে পুনরুজ্জীবিত করে তুলেছে।’

আরেক শিক্ষার্থী নাঈমুর রহমান জানান, ‘অনেকদিন ধরে সাতক্ষীরায় এ ধরনের অনুষ্ঠান না হওয়ায় নীরব-নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল। কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে সে নিস্তব্ধ শহরে প্রাণের সঞ্চার হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখতে এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্থানে আয়োজন করা প্রয়োজন।’

আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে নিহতদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন। টাইফুন শিল্পী গোষ্ঠী, , সাধারণ শিক্ষার্থীসহ পরিচিতজনেরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ