শাহাদাত হোসেন নোবেল, দিঘলীয়া, খুলনা প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামায়াতে ইসলামী খুলনার দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ সোমবার স্থানীয় দিঘলিয়া উপজেলার চাররাস্তর মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালিত জামায়াত শিবির নেতাদের ওপর চালানো লগি বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ সব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলার সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের। দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার আঞ্চলিক সহকারি পরিচালক খান গোলাম রসূল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য স ম এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দিঘলিয়া উপজেলা আমির ও খুলনা জেলা শুরা সদস্য মাওলানা শহিদুল্লাহ, জামাতে ইসলামী দিঘলিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম পরিষদ সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ রহিম। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শওকত মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোল্লা খলিলুর রহমান,সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজীহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীও ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মীরা।
সমাবেশ পূর্বে দিঘলিয়া উপজেলার ইউনিয়নে, গ্রাম ও ওয়াল্ড থেকে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করে সমাবেশ স্থানে এসে উপস্থিত হয়।
Leave a Reply