আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ চিকিৎসককে অবাঞ্ছিত ও কালো তালিকায়,ভোগান্তিতে রোগীরা

বিশেষ প্রতিনিধি, মাসুম বিল্লাহ ইমরান : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষার্থী‌দের এক‌টি অংশ হাসপাতা‌লের ভারপ্রাপ্ত উপ-প‌রিচালক ডাঃ আক্তারুজ্জামান‌কে পদ‌ত‌্যাগ করতে বাধ্য করেন। এ সময় আরো ৪১ জন চি‌কিৎসক‌কে অবা‌ঞ্ছিত ঘোষণা করা হয়। এতে নিরাপত্তা ঝু‌কি‌তে হাসপাতা‌লে আসে‌নি অনেক চি‌কিৎসক।

স‌রেজমীন দেখা যায় আজ বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ ব‌র্হিবিভা‌গে ২০ জন চি‌কিৎসক অনুপু‌স্থিত। এছাড়া আন্ত বিভা‌গে রে‌জিস্ট্রার, সহকা‌রি রে‌জিস্ট্রার, কনসালট‌্যান্টসহ আরও ২১ জন চি‌কিৎসক অনুপ‌স্থিত। এতে পু‌রো হাসপাতা‌লের চি‌কিৎসা ব‌্যবস্থা ভে‌ঙ্গে প‌ড়ে। দুর দুরান্ত থে‌কে আসা রোগীরা সেবা না পে‌য়ে নিরুপায় হয়ে ফেরত যা‌চ্ছে। যার কারণে সকল শ্রেণীর রোগীদের সমস্যা দেখা দিচ্ছে। আবার অনেকে খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসকরা সেবার না দিতে পারায় রোগীর অবস্থা আশঙ্কাজন হওয়ায় অনেক প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ