শাহাদাত হোসেন নোবেল, দিঘলীয়া, খুলনা প্রতিনিধি : বৈষম্যহীন কর্মক্ষেত্র- সময়ের দাবি’ প্রতিপাদ্য বিষয়ে ১০ নভেম্বর রবিবার সকাল ৯টায় খুলনা নগরীর শিববাড়ী মোড় চত্ত্বরে গণপ্রকৌশল দিবস- ২০২৪ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) র উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইডিইবির অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটির আহবায়ক সেলিমুল আজাদ। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও খুলনা জেলা আইডিইবির অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী নাজমুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মঞ্জুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা, প্রকৌশলী অনিমেষ পাল ,অধ্যক্ষ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, প্রকৌশলী জিয়াউর রহমান, অধ্যক্ষ টিটিসি খুলনা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা জেলা আইডিইবির অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী, ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), খুলনা জেলা সভাপতি প্রকৌশলী মাসুম মাহমুদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, প্রতিষ্ঠাবার্ষিকীর রেলিতে উপস্থিত ছিলেন বিআইপিএসডিআই’ র চেয়ারম্যান প্রকৌশলী লুৎফর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রকৌশলী ইমান আলী, প্রকৌশলী রাশেদুল ইসলাম, প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, প্রকৌশলী তন্ময় কুমার বসু, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন, প্রকৌশলী এমদাদুল হক খান, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠু , প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী নাইমুর রহমান আশা, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, প্রকৌশলী প্রিয়াংকা সরকার, প্রকৌশলী শহিদুল ইসলাম পাহলান, প্রকৌশলী ফাসিকুর রহমান, প্রকৌশলী ইমরান বিশ্বাস, প্রকৌশলী শিবলী নোমান, প্রকৌশলী সত্যেন্দ্রনাথ দত্ত, প্রকৌশলী এস এ আজাদ, প্রকৌশলী ইয়াসিন , প্রকৌশলী মানষ মন্ডল, প্রকৌশলী সহিদুল ইসলাম সুজন, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী আবুল হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান সহ খুলনা জেলার সকল সার্ভিস এ্যাসোসিয়েশন সদস্য প্রকৌশলীবৃন্দ।
Leave a Reply