মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার চককীত্তি ইউনিয়ন রানিবাড়ী চাঁদপুর মুশু বাজারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলম আলী। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা হলেন, মৃত আলমের চাচা, আফসার উদ্দিন, চাচাতো ভাই আহসান হাবীব, (৩২) মোঃ রাহিম আলী, (২২), ও নিহত আলমের ভাই, মোঃ হজরত আলী, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাচার জমি ভাগাভাগি নিয়ে আলম আলীসহ তার দুই চাচার সঙ্গে তাঁর বড় চাচা ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরে তাঁর চাচা সহ চাচাতো ভাইয়েরা আলম আলীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় আহত হয় আরও পাঁচজন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আলম আলীর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply