আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ে অবস্থিত কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হন তসিকুল ইসলাম তসি, সহ-সভাপতি জাকির হোসেন ফাইজুলি, সদস্য ফাইজুদ্দিন আহম্মেদ, সদস্য মোখলেসুর রহমান।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাচোল উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পলাশ কুমার প্রামানিক, সহকারি পরিদর্শক ছিলেন সদর উপজেলা সমবায় কার্যালয়ের আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সদস্যবৃন্দ।

কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৬টি পদের মধ্যে ৪টি পদে প্রতিটিতে একজন করে প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ