আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরি পূর্ণবহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন 

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউট সোসিংয়ে কর্মরতদের চাকরি পূর্ণবহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের সকল আউট সোসিং কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বিভাগ সিলেট বরাবরে নিয়োগকৃত ৬৪ জন কর্মচারী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ বর্ধিত করনসহ বকেয়া বেতন ও চাকরিতে পূর্ণবহালের দাবী জানানো হয়।

মানববন্ধন কমসূচীতে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আউট সোসিংয়ের মাধ্যমে নিদিষ্ট সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে আমরা কর্মরত ছিলাম। হাসপাতালে কর্মরত থাকাবস্থায় বিগত ২৯/৬/২৪ ইং তারিখের ইস্যুকৃত এবং গত ৩০/৬/২৪ইং তারিখে জারীকৃত নোটিশের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরীত একদিনের নোটিশে আমাদেরকে হাসপাতাল থেকে বাহির করে দেওয়া হয়। তখন থেকে আমরা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করতেছি। আমাদের আড়াই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। অদ্যবদি হাসপাতালে আউট সোসিংয়ে নতুন কোন টেন্ডার হয়নি। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমাদের কাজগুলো অবৈধভাবে নিয়োগকৃত লোকজন দ্বারা করানোর পায়তারা চলছে। পূর্ণরায় অস্থায়ীভাবে নিয়োগকৃত শূন্য পদগুলোতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের স্বপদে বহাল রাখিলে পরিবার পরিজন নিয়ে আপাতত জীবন রক্ষা করিতে পারিব। বিভিন্ন সংস্থায় আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ অতিক্রম হওয়ার পরও সেই সমস্ত সংস্থায় আউট সোসিংয়ে কর্মচারীদের প্রতিষ্ঠানে রেখে কাজ করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ