আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল মালেক খন্দকার, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস।

স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক ৪০ থেকে ৫০ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ