আজ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ ২টি বিলাসবহুল গাড়ি জব্দ,গ্রেপ্তার ৪

চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ(৩৪), একই এলাকার আবদুল গফুরের ছেলে ইমরুজ আহমেদ(৩৩), তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন(২০) ও আবুল হাশেমের ছেলে মামুন মিয়া(৩৪)। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে মাইক্রোবাস ও প্রাইভেটকার আটক করে। এ সময় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি আরো বলেন, গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা সালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ