মাসুম বিল্লাহ ইমরান : বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সংগঠন খুলনা ফোরাম এর উদ্যোগে ২ সেপ্টেম্বর ২০২৪ রাত ৯ টায় নগরীর সোনাডাঙ্গা পুষ্প বিলাস হোটেলের সামনে থেকে খুলনা মেডিকেল কলেজ রোড সহ খুলনার বিভিন্ন এলাকায় রং করে যানবাহনের সতর্কতা প্রদর্শন করেন খুলনার স্কুল, কলেজ এবং বিভিন্ন ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী। এ সময় ছাত্ররা বলেন বিভিন্ন এলাকায় এখন স্পিড ব্রেকারের কালার না থাকায় দেখা যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা। এই দুর্ঘটনা কিছুটা এড়াতে আমরা ছাত্র ছাত্রীরা এই রাস্তা সর্তকতা স্পিড বেকার রং করা কাজের উদ্যোগ নিয়েছি। আমরা আশা আমাদের সংগঠন খুলনা ফোরাম এর মত আগামীকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি ছাত্রছাত্রী বৃন্দ তাদের নিজ নিজ উদ্যোগে সিটি কর্পোরেশন ও সিটি কর্পোরেশনের বাইরে যত রাস্তা আছে সেখানে তারা নিজ উদ্যোগে মোড়ে মোড়ে দিকনির্দেশনা এবং কালার করবেন। এ সময় ছাত্রছাত্রীরা বলেন বিশেষ করে ক্লিনিক এবং হাসপাতালের আশেপাশে যে স্পিড ব্রেকার গুলি আছে এগুলো আগে কালার করব। যাতে এম্বুলেন্সের যাতায়াতের সুবিধা পান এবং রোগীদের না পোহাতে হয়।
Leave a Reply