আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জগন্নাথপুরে অপহরণ মামলার ৩ আসামী গ্রেফতার

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে- উপজেলার গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫),  আব্দুল শহিদের ছেলে জনি মিয়া (২৫),  বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নিজ নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের  জনি মিয়া ও সোহাগ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে  ২০০০ (সং০৩) এর ৭/৩০ ধারায় মামলা ছিল। এর মধ্যে ছালিম উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় জিআর- ১১৩/২৩ ধারায় একটি মামলা ছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ