রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মর দেহ উদ্ধার করেছে মেলান্দহ পুলিশ।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় পৌরসভার নয়ানগর তেতুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে রাস্তায় হেটে যাওয়ার সময় ধানখেতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবককে পরে থাকতে দেখতে পান। তারপর মেলান্দহ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে স্থানীয়দের ধারণা কেও তাকে হত্যা করে ধানখেতে রেখে গেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় সনাক্ত করা যায় নি।
Leave a Reply