আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুর থেকে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

 

শনিবার (৩১ আগস্ট) ১১ টায় দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরভবসুর নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে ।

সেলিম মিয়া ওই এলাকার আব্দুর রশিদ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন সেলিম মিয়া। সকালে নিজ ঘরে সেলিম মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার পরিবার।

পরে পুকুরে সেলিম মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ