জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর বাজারের জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পৌর ভবন নির্মাণ বন্ধ ও জমি ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোকাদ্দেস আকন্দ, একরামুল হক, জিয়াউল হক, ছাইরুল ইসলাম, আছমা বেগম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘হাজারবাড়ী পৌরসভার ২.০৩ একর জমি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। ওই মামলায় উচ্চ আদালত দুই পক্ষকে স্থিতাবস্থায় থাকার নির্দেশনা দেন। কিন্তু নিশেধাজ্ঞা অমান্য করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ও পৌরসভার প্রশাসক তাসনীম জাহান আদালতের আদেশ অবমাননা করে পৌরসভা নতুন ভবন নিমার্ণের ট্রেন্ডার দেন ও ঠিকাদার নিয়োগ করে ভবন নির্মাণের চেষ্টা করেন। এর আগেও আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে বাজার ইজারা দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল। পরবর্তীতে আবার ইজারা বন্ধ করেন। এখন নতুন করে আবার ভবন নির্মাণের চেষ্টা করছেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও হাজারবাড়ী পৌরসভার প্রশাসক তাসনীম জাহান জানান, ‘হাজারবাড়ী পৌরসভার জায়গা আগে ফুলকোচা ইউনিয়ন পরিষদের জায়গা ছিলো। তবে হাজরাবাড়ি বাজারের জায়গা নিয়ে দুইটি মামলা ছিলো একটি মামলায় সরকারের পক্ষে রায় হয়েছে। আরেকটি মামলা দ্রুত রায় হয়ে যাবে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বা স্থিতিশীলতার কোন কাগজ আমাদের কাছে নেই। পৌরসভার উন্নয়ন কাজ চলমান থাকবে।