আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঢাকা-জামালপুর মহসড়ক অবোরধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সাড়ে ১১ টায় সদর উপজেলার নারিকেলী এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।  সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবোরধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান- প্রধান শিক্ষক ফজলুল হক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন। এছাড়া তিনি একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে ধুমপান করেন। তিনি নিয়োগ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুন্ন করেছেন।

ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্লাস বর্জণ করে আন্দোলন করছেন। তাই দ্রুত প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবি জানান তারা। অন্যথায় সড়ক থেকে সড়ে না যাওয়ার হুশিয়ারী দেন তারা শিক্ষার্থীরা।

জানা যায়, প্রধান শিক্ষক ফজলুল হক টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় হওয়ায় দুই পাশে যানবাহন চলাচল ব্যহত হয়। একপর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসেন। তারা শিক্ষার্থীদের দাবির কথা শুনেন ও সড়ক ছেড়ে মাঠে আনার চেষ্টা করে সেনাবাহিনী। একপর্যায়ে তারা দাবি জানান উপজেলা নির্বাহী অফিসার না আসা পর্যন্ত রাস্তা থেকে সড়বে না।

পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি স্কুলে আসেন শিক্ষার্থীদের দাবি কথা শুনেন ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ