মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলা ও ভোলার দক্ষিনাংশ চরফ্যাসন, মনপুরাসহ দেশের উপকুলীয় জেলাগুলোতে গত দেড় মাসেরও বেশি সময় দরে টানা বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত। প্রথম দিকের টানা বৃষ্টি ও উজানের জোয়ারের পানির প্রভাবে দেশের কৃষক পরিবারের আমন ধানের বীজ তলা ডুবিয়ে দিয়ে যায়।এতে শশীভূষন, দক্ষিন আইচা ও দুলারহাট এলাকার বহু কৃষক পরিবারের বীজ তলার বীজ নষ্ট হয়ে যায়।
উজানের পানি কমতে শুরু করলে নষ্ট বীজ তলায় কৃষক পরিবার আবার নতুন করে বীজ বপন করে।
এখন আবার টানা বৃষ্টি ও উজানের পানির প্রভাব উপকূলীয় এলাকায় জোয়ারের পানি লবৃদ্ধি পাচ্ছে। দেশের পূর্বাঞ্চলের বন্যার পানির প্রভাব এখন আস্তে আস্তে দেশের উপকূলীয় এলাকায় পরিলক্ষিত হচ্ছে।দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে।ভোলা ও চরফ্যাসন উপজেলার চরমানিকা, শশীভূষন খেজুর গাছিয়া, নজরুল নগর, চর কলমীসহ দুলারহাট এলাকার নদীর তীরবর্তি বহু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষক পরিবার তাদের বীজ তলার বীজ নির্দিষ্ট জমিতে রোপন করতে পারছে না। এতে আবার বীজ তলার বীজ নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে।
উল্লেখ গত জুলাই মাসের প্রথম থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলমান।প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে।
Leave a Reply