মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কাউকান্দি বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মো. ইছাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও জেলা যুবদল নেতা এডভোকেট মনির হোসেন এর যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এ সময় সভায় জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের আহবায়ক জুয়েল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা যুবদল নেতা নাসির মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল-সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply