শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাটের ডিলার ব্যবসায়ী আয়ুব আলীর ছেলে ববি ইসলাম। তার ম্যানেজার ছিল দাকোপ উপজেলার ঘুনারী গ্রামের কালিপদ মিস্ত্রীর ছেলে বিলাশ মিস্ত্রী। উক্ত বিলাশ মিস্ত্রী তার ডিলারশীপের মালামাল বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ সুবাদে সে তার মালামালের গুদাম থেকে মালামালসহ নগদ ২ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে উধাও হয়। অনেক খোঁজা খুঁজির পরও তার সন্ধান না পেয়ে গত ১৬ জুন ২০২৪ ইং দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
দিঘলিয়া থানায় অভিযোগের পর থেকে তাকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে। উক্ত অভিযোগের বাদী নগদ টাকা ও মালামাল নিয়ে উধাও উক্ত অপরাধীকে ধরিয়ে দিতে সাহায্য করার জন্য দিঘলিয়া থানা ও ০১৬২১৭৮২৭৮৩ নম্বরে সন্ধান দেয়ার জন্য অনুরোধ করেছেন।
Leave a Reply