আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিরাই রাস্তার যাত্রী ছাউনি ব‍্যবসায়ী ও বখাটেদের দখলে

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে পাম্পের সামনের পয়েন্টে যাত্রী ছাউনি দীর্ঘদিন যাবত ব‍্যবসায়ী ও বখাটেদের দখলে রয়েছে। প্রশাসনের অভিযানে একাধিকবার জড়িমানার পরও তারা দখল ছাড়ছে না।

যাত্রী হয়রানিসহ নানা অপকর্ম চলছে এই যাত্রী ছাউনিতে।

জানা যায়, জেলা পরিষদ কর্তৃক নির্মিত এই যাত্রী ছাউনি ঢাকা যাতায়াতের গাড়ির টিকেট বিক্রির ব‍্যবসা, পানের দোকানের ব‍্যবসা ও নেশাজাত দ্রব‍্য বেচাকেনার ব‍্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব‍্যক্তিরা। মধ‍্যরাতে চলে নেশা পানের আড্ডা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই যাত্রী ছাউনিতে আব্দুল হামিদের টিকেট কাউন্টার, ফয়েজুল হক পানের দোকানের ব‍্যবসা এবং সাকিল মিয়াসহ আরও কয়েকজন নেশাজাত দ্রব‍্য বেচাকেনা করা এবং মহিলা যাত্রীদের সাথে ইভটিজিং করা নিত‍্যদিনের কাজ তাদের। মধ‍্যরাতে বসে নেশা পানের আড্ডা। এতে এলাকার পরিবেশ এবং যুব সমাজ নষ্ট হচ্ছে।

সিলেটের যাত্রী দুই মেয়ে ছাউনিতে বসে থাকা অবস্থায়  বখাটেরা টাচ মোবাইল ফোনে টিকটক চালাচ্ছিল তাদের নগ্ন ছবি দেখানোর উদ্দেশ‍্যে। কড়া আওয়াজে চালাচ্ছিল এই মোবাইল ফোন। অযথা হাসি ও মশকারী এবং ঈঙ্গিত-ইশারা করছিল। এতে রাগাম্বিত স্বরে এমন অভিযোগ করে তারা গাড়ি করে চলে যায়।

স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তি নাজির আহমদ বলেন, যাত্রী ছাউনি তাদেরকে ব‍্যবহার করতে না দিলে প্রশ্রাব পায়খানা করে রাখে। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সদর থানা ও আদালতে। প্রশাসনের অভিযানে গত বছর ৫ হাজার টাকা জড়িমানার পরও তারা এমনভাবে দখলে রেখেছে এই যাত্রী ছাউনি।

অভিযুক্ত ব‍্যক্তি আব্দুল হামিদ বলেন, আমাদের বিরুদ্ধে অভিযানে জড়িমানা হয়েছিল। কিন্তু আমরা দখল ছেড়ে গেলে ছাউনি নোংরা হয়ে যায়। তাই অফিসারেরা বলেছেন দখলে থাকতে। নারী যাত্রীদের সাথে ইভটিজিং করার বিষয়ে তিনি বলেন, এটা অন‍্য ছেলেরা করতে পারে। এসব খবর আমি রাখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ