আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুবাইতে গ্রেফতার অতপর জেল থেকে ৪৫ দিন পর ফেরত আসলো চৌদ্দগ্রামের শাহীন

মোঃ ঈমাম হোসেন ভুইয়া : বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দী জীবনে দেখা হয়নি স্বজন সহ কারো সাথে। দিন যতই গড়াচ্ছিলো, স্ত্রী-সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিলো। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম, জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো হবে না সাক্ষাত। মহান আল্লাহর অশেষ রহমতে, দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর ঐকান্তিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় দ্রæত সময়ে সাজা মওকুফের পর গত শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ক্ষমাপ্রাপ্ত ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ৫৭ জনের সাথে দেশে ফিরে আসেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো: ফরিদ আহমেদ শাহীন। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কন্ঠে আবেগঘন অনুভূতি সাংবাদিকদের নিকট প্রকাশ করছিলেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

তিনি আরো জানান, গত প্রায় ২০ বছর ধরে আইন-কানুন মেনে বেশ সুনামের সাথে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙ্গালীদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এ খবর দুবাই সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবার সহ আত্মীয়-স্বজনদের মধ্যে নানাবিদ শংকা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তঃবর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করে বাংলাদেশ সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙ্গালীকে বেকসুর খালাস দেয়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন।

তিনি আরো বলেন, বিদেশের মাটিতে জেলে থাকা অবস্থায় পরিবারের খোঁজখবর নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা সহ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি।

এদিকে সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ