পটুয়াখালী জেলা প্রতিনিধি : গত জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে পটুয়াখালীর দুমকিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ অডিটেরিয়ামে ইউএনও মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান সাহিন, উপজেলা ভুমি কর্মকর্তা, দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ মাহমুদ বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলিউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মিলনের স্ত্রী, শহীদ জসীম উদ্দিনের পিতা আবদুস সোবাহান, আহতদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি’র সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভার শুরুতে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ সুবিধাভোগী উপজেলা কৃষকলীগের সভাপতি শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সভায় উপস্থিত হয়ে সামনের সারিতে আসন নেয়ায় উপস্থিত ছাত্র জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে তারা সভাকক্ষ ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply