মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামের পশ্চিমপাড়ায় গ্রামের বাসিন্দাদের যাতায়াত সড়কে জমে থাকা কাঁদায় দূর্ভোগ নিরসনে সরকারী বরাদ্দ পাওয়ার আগেই দেড় শত ফুট সি.সি সড়ক পাকাকরণ করেছেন স্থানীয় ইউপি সদস্য। এতে স্থানীয়দের সড়কে যাতায়াতে স্বস্থি ফিরেছে।
সুনাগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কার্যালয় কর্মকর্তা (পিআইও) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরামর্শে এই সড়কের পাকাকরণ করেছেন স্থানীয় ইউপি সদস্য হিরণ মিয়া গ্রামের বাসিন্দা আব্দুশ শুকুরের বাড়ির সামনে এই সড়কের পাকাকরণ করা হয়। এখন জান চলাচলের মেইন সড়ক থেকে আব্দুশ শুকুরের বাড়ি হয়ে প্যাচাকোনা পয়েন্ট পর্যন্ত লোকজন আসা -যাওয়া করতে পারেন স্বস্থিতে।
এলাকার বাসিন্দা নাসির মিয়া, আলী হোসেন, হাফিজ মিয়া, জাকির হোসেন, কামাল মিয়া, ফয়েজ মিয়াসহ অনেকে জানান, সামান্য বৃষ্টি হলে কাঁদা জমে থাকতো এই সড়কে। এতে শিক্ষার্থী, শিশু, মহিলা, রোগীসহ বিভিন্ন পেশার শত শত মানুষজন দূর্ভোগের শিকার হতেন। এখন সড়কের পাকাকরণ হওয়ায় মানুষ সড়কে চলাচলে স্বস্থি ফিরেছে।
ইউপি সদস্য হিরণ মিয়া বলেন, পিআইও অফিসার ও চেয়ারম্যান সাহেব আমাকে পরামর্শ দেওয়ায় বরাদ্দ পাওয়ার আগেই দ্রুত কাজ সম্পন্ন করেছি। পিআইও অফিসের লোকজন এসে সড়ক মেপে ১৫০ ফুট সীমা রেখা টেনে কাজ করার জন্য বলেছিলেন। তাই করেছি। এখন কাঁদামুক্ত সড়কে মানুষ চলাচলে স্বস্থি ফিরেছে।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই বলেন, সড়কে চলাচলে মানুষের দূর্ভোগ কমাতে সরকারী বরাদ্দের আগে কাজ করার জন্য ইউপি সদস্য হিরণ মিয়াকে বলেছিলাম। পরে সে কাজটি সুন্দরভাবে করেছে।
Leave a Reply