নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রেইনবো নেশন থিউরী বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী নব গঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর বসুর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন।
তিনি দেশের সকল জনগণকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় ফ্রন্টের সহ-সভাপতি গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়, গোবিন্দচাঁদ কুন্ডু, ইঞ্জিনিয়ার সীমান্ত দাস, নিত্যানন্দ দেবনাথ, পলাশ ঘোষ , সুবল চন্দ্র কুন্ডু, অনিক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply