আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে তিন কোটি নতুন প্রজন্মের ভোটার তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি : আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক : দেশে তিন কোটি নতুন প্রজন্মের ভোটার তারা এখন পর্যন্ত ভোট দিতে পরেননি, কিভাবে ভোট দিতে হয় সেটাও তারা জানেন না মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে বলেছেন,আপনারা দ্রুত সময়ের মধ্যে; একটা যৌক্তিক সময়ের মধ্যে, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে একটা সুষ্ঠু পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও নিরপেক্ষ ভাবে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্হা করুন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে দেশের নিরীহ সাধারণ মানুষগুলো যারা গত ১৫ টা বছর ধরে ভোট দিতে পারেনি; তারা ভোট দিতে পারবে। কারন গত জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণ-আন্দোলনে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর আমরা এখন স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশে আমরা সকলে মিলে ভোট দিতে পারবো। এই ভোটের মধ্য দিয়ে দেশে জনগণের পার্লামেন্ট তৈরি হলেই জনগণ তার পরিপূর্ণ গনতন্ত্রের স্বাদ পাবে।

আজ সোমবার (০৭ অক্টোবর ) সন্ধ্যায় রাজধানী রুপনগর ইসলামিয়া হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছর ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতি করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের ব্যবস্হা ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে দেশের জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গন এমন একটা জায়গা,সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমরা পুরো একটা জাতিকে একটা জায়গার মধ্যে নিয়ে আসতে পারি। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি ও দলীয় করণ মুক্ত চাই।

রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে রুপনগর থানা ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান ও স্বেচ্ছাসেবকদল নেতা হারুন অর রশীদ এর সঞ্চালনায় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহবায়ক অলিউল হাসানাত তুহিন মাষ্টার, খায়রুল আলম নয়ন,থানা আহবায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার শওকত, পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন বাপ্পি, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্র দলের সভাপতি জুয়েল খন্দকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ