আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধোপাজান চলতি নদীতে বাল্কহেড নৌকাসহ বালু পরিবহনে ব্যবহৃত জলযান প্রবেশে নিষেধাজ্ঞা

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বাল্কহেড নৌকা সহ বালু পরিবহনে ব্যবহৃত জলযান প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

৬ অক্টোবর সোমবার চলতি নদীর খনিজ সম্পদ রক্ষার্থে এ আদেশ জারী করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,চলতি নদীতে সরকার অনুমোদিত কোন বালু বা পাথর মহাল না থাকায় এখানে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয় না। চলতি নদীতে যেহেতু বালু উত্তোলন অনুমোদিত নয়,সেহেতু বালু সহযোগিতার নিমিত্ত বাল্কহেড বোট-বালু পরিবহনের জন্য বড় নৌযান চলাচল ফৌজদারি অপরাধ। তাছাড়া যেহেতু চলতি নদীতে বা তার আশপাশে কোন ধরনের শিল্প কারখানা নেই। এ নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধের লক্ষ্যে চলতি ও সুরমা নদীর মোহনা থেকে চলতি নদীর প্রবেশমুখ থেকে উত্তর সীমান্তে খাসিয়া পাহাড় পযর্ন্ত অংশে সকল ধরনের বাল্কহেড নৌকা সহ বালু পরিবহনে ব্যবহস্ত জলযান প্রবেশ সমপূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বালু মহাল ব্যবস্থাপনা আইনে ফৌজদারি অপরাধ বলে গন্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ