আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন করে সাজানো হয়েছে সুরমা ভ‍্যালী ডিসি পার্ক

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে হালুয়ারঘাট এলাকায় ৭ একর জায়গার উপর অবস্থিত ‘সুরমা ভ‍্যালী ডিসি পার্ক’। এই পার্কের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে।

গত ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসনের ব‍্যবস্থাপনায় এই পার্কের নতুনভাবে উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন হয়। সংস্কার কাজের উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

সুরমা ভ‍্যালী ডিসি পার্কে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শনার্থীরা আগমন করছেন। সরকারী ছুটির দিনে  বা ব‍্যবসা বাণিজ্য শেষে প্রাকৃতিক নির্যাস নিতে এবং আনন্দ বিনোদনে কাটাতে, শান্তির বিশ্রামস্থল হিসাবে নিরব-নিস্তদ্ধ নির্মল পরিবেশে কিছু সময় কাটানোর জন‍্য প্রকৃতিপ্রেমীরা আসেন।

এই পার্কের প্রতিষ্ঠালগ্নে পার্কের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আগমনকারী কিছু লোকের দুষ্ট আচরণের কারণে নানা অনৈতিক কার্যকলাপের প্রচার ছিল, উঁচু গাছের ছায়া ছেড়ে নদীর কিনারে নিচু এলাকা ঘেষেঁ প্রচন্ড রোদে ছাতা মেলে প্রেমিকযুগল অনৈতিক কাজে লিপ্ত হতো, সুরমা নদীতে নৌকায় আসা-যাওয়া যাত্রীরা তা প্রত‍্যক্ষ করে লজ্জায় ছি ছি করতেন, নানা জাতের নেশায় আসক্তদের আগমন ছিল এই পার্কে, উঠনি বয়সের ছেলেরা ইভটিজিং করতো প্রতিনিয়ত, পার্কের ভেতরে মালবাহী গাড়ি পার্কিংয়ের জমজমাট ব‍্যবসা ছিল এক শ্রেণীর নেশাখোরদের। পরিবার সদস‍্যদের আবদারে ছেলে-মেয়েদের নিয়ে পার্কে আসা ছিল এক ভয়ানক আতঙ্ক। এবার জেলা প্রশাসনের ব‍্যবস্থাপনায় প্রতিষ্ঠিত পার্কে এসব অনাচারের অবসান হয়েছে।

এই পার্কের ভেতরে রয়েছে ২টি গোলঘর, ১টি নাগরদোলা, ২টি চরকি, ৬টি দুলনা, প্রায় ২৫টি গোপন ও দৃশ‍্যমান সি.সি ক‍্যামেরা, ২০টি দর্শনার্থীদের পরিচ্ছন্ন বসার ব্রেঞ্চ, ১টি জাম্পিং, ২টি ছবি সেশন ফ্রেইম, ৫টি বসার ছনের ঘর, নারী ও পুরুষের আলাদা বাথরুমের ব‍্যবস্থা। হাওর বেষ্টিত বন‍্যা প্রবণ এলাকা থাকায় শিশুদের সাঁতার শিখানোর জন‍্য রয়েছে স্বচ্ছ পানির ১টি মিনি সুইমিংপুল (চৌবাচ্চা), ফুল গাছে সাজানো ফ্লাওয়ার ফেস্টিবল মাঠ। পার্কের বাইরে করা হচ্ছে দর্শনার্থীদের যানবাহন পার্কিংয়ের সুব‍্যবস্থা।

পার্কের পরিচালক আলমগীর হোসেন বলেন, পার্কের উন্নয়ন কাজ আরও রয়েছে। সব কাজ শেষ হবে সপ্তাহখানেকের মধ‍্যে। নারী পুরুষ শিশু সবাই আসতে পারেন, কোনো সমস‍্যা নেই। সার্বিক নিরাপত্তার ব‍্যবস্থা করা হয়েছে। পার্ক রক্ষণাবেক্ষণের লোকজন দিনে ও রাতে থাকেন। একটি সুন্দর পরিবেশ তৈরি করতে আরও কাজ হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, সুরমা ভ‍্যালী ডিসি পার্ক ঢেলে সাজানো হয়েছে। আরও কাজ হবে। একটি সবুজ পার্কে রূপান্তর করা হবে।

জেলা প্রশাসক বলেন, প্রকৃতিপ্রেমীদের জন‍্য একটি নির্জন স্থান হবে পার্ক এলাকা। শিশুরা খেলাধূলা করতে পারবে, পাশাপাশি সাঁতার শেখার ব‍্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ