মাসুম বিল্লাহ ইমরান : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি এবং গাজী মেডিকেল কলেজ, খুলনার সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও মো: সোহেল রানা। গাজী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৩১ দফার অন্তর্গত স্বাস্থ্য ব্যাবস্থা সংস্কারের প্রস্তাবের প্রশংসা করেন এবং সহমত পোষন করেন। বৈষম্যহীন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী অন্যতম ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এ সময় ছাত্রদল,কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা বলেন,সাম্য মানবিক ও সামাজিক ন্যায়বিচার সম্পন্ন বাংলাদেশ বিনির্মানের জন্য সচেতন অংশের প্রধান প্রতিনিধি ছাত্ররা। আর তাদের মতামতের এবং অংশীদারত্বের ভিত্তিতেই আগামীর ছাত্র রাজনীতি তার গতিপথ বেছে নেবে।
Leave a Reply