আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।প্রসঙ্গত গত ১৬ তারিখ নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়।এ ঘটনাই গত ১৭ তারিখ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। আজ (২০ নভেম্বর ২০২৪) বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে I খবর পেয়ে ঘটনাস্থলে ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল আসে এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণ করতে বলেন ।এ বিষয়ে এলাকা বাসীর সাথে কথা বললে তারা আমাদের জানান এটি খুবই রহস্যজনক মৃত্যু আমরা এলাকাবাসী চাই ঘটনার সুস্থ তদন্ত করে ব্যবস্থা নেয়া হোক।

লাশ উদ্ধারের বিষয় সাংবাদিক শাহিনের কাছে নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার । তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ