আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপত্তার দাবীতে সদর হাসপাতালে নার্স ও মেডিকেল টেকনিশিয়ানদের মানববন্ধন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিরাপত্তার ৬ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সদর হাসপাতালের নার্স-ব্রাদার্স, মেডিকেল টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হাসপাতালে দায়িত্ব পালনের সময় বহিরাগতদের হামলা ঠেকানো ও নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প, পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, দালাল অনুপ্রবেশ ঠেকানো সহ ৬টি দাবি জানানো হয়। ছয় দফা দাবিগুলো হচ্ছে- হাসপাতালের পরিচালকের তত্ত্বাবধানে মামলা কার্যক্রম পরিচালনা করা, হাসপাতালের ভেতরের সকল সিসি ক্যামেরা সচল করা, নতুন আরও প্রয়োজনীয় জায়গায় সিসি ক্যামেরা সংযোজন করা, হাসপাতালের অভ্যন্তরে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা, সমস্ত হাসপাতালে ইন্টার টেলিকমের সংযোজন করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রত্যেক তলায় নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা, দালালদের অনুপ্রবেশ বন্ধ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের ভেতরে ঢুকে স্থানীয় বখাটেরা মাদক গ্রহণ সহ নানা অপকর্ম করে। নিষেধ দিলে মারধর করে। এছাড়াও দালালরা রোগী সাথে করে নিয়ে আসার পর স্বার্থ হাসিল না হলে মানুষ নিয়ে এসে হামলা করায়। এমন অবস্থায় হাসপাতালে কাজ করা সম্ভব না। দ্রুত হাসপাতালে নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপন করে এসব বন্ধ না হলে রোগীরা সেবা পাবে না।

রুম্মান আহমেদ বলেন, সংবাদকর্মী পরিচয় দিয়ে শিমন চৌধুরী নামের এক যুবক সব সময় হাসপাতালে রোগী নিয়ে আসে। এসে সবার উপর প্রভাব বিস্তার করে। সম্প্রতি এক রোগী নিয়ে এসে জোর করে ডায়ালাইসিস দেয়ায়। এসময় রোগীর মৃত্যু হলে রোগীর স্বজন নামে বাইরে থেকে লোক এসে আমাদের উপর হামলা চালায়, বেধড়ক মারধর করে। অনেক দালালরা রোগী নিয়ে এসে তাদের কথা মতো কাজ করাতে চায়। কাজ না করলেই মারপিট করা হয়। এরকম ভাবে চললে আমরা কাজ করতে পারবো না।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার মো. বুরহান উদ্দিন, হাজেরা সুলতানা, স্বর্ণা দাস মেডিকেল টেকনিশিয়ান রুম্মান মিয়া জুবায়ের হোসেন, সাদেক হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ