মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদীর সম্মুখে নৌ-পথে যৌথ অভিযান চালিয়েছে মডেল থানা ও ডিবি পুলিশ সদস্যরা। গতকাল ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ যৌথ অভিযানে ৪টি স্টীলবডি নৌকা ও বালুর মূল্য ২১ লক্ষ ৮০ হাজার টাকা সহ ৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, সদর মডেল থানার এস আই মো আব্দুল হামিদ ও ডিবি পুলিশের এ এস আই শরীফ উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু, বালু ভর্তি ৪টি স্টীলবডি নৌকা এবং ৪ জনকে আটক করা হয়। মামলায় ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার সুকানীরা নদীতে লাফ দিয়ে পড়ে পালিয়ে যায়। পরে নৌকায় থাকা ৪ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। জব্দকৃত বালু ও ৪টি স্টীল বডি নৌকার আনুমানিক মূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
জব্দকৃত এমবি ডলুরা সাথি এন্টারপ্রাইজ নৌকার মালিক দেলোয়ার হোসেন, তাহের পরিবহনের মালিক আবু তাহের, মা বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক লায়েছ মিয়া,আলীম উদ্দিন পরিবহনের মালিক আলীম উদ্দিন।
এই ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামীদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ বলেন,ধোপাজান চলতি নদীতে প্রতিনিয়ত থানা ও ডিবি পুলিশ দিনরাত পাহাড়া দিচ্ছে। যাতে করে কোন বালু-পাথর খেকো সিন্ডিকেট নদীতে চাঁদাবাজি ও তীর কেটে বালু-পাথর উত্তোলন করতে না পারে।
সুনামগঞ্জের ডিবি ওসি আমিনুল ইসলাম বলেন, ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে গতকাল ভোরে অভিযান পরিচালনা করা হয়। এই যৌথ অভিযানে বালুসহ ৪টি নৌকা জব্ধ করা হয়েছে। একই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply