আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিপ্রবি’র শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি স্নাতক লেভেল -১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিপ্রবি’র বিএএ অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর কবির সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র মাননীয় ভাইস -চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সকল নবীনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমিও একদিন তোমাদের মত নবীন ছিলাম তখনই ভাবতাম কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় ধীরে ধীরে জানলাম, পরবর্তীতে নিজেই শিক্ষক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম এবং এখন তোমাদের মাঝে ভাইস-চ্যান্সলর হয়ে এসেছি। তোমরাও এরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করলে একদিন আমার থেকে আরো ভালো অবস্থানে থাকতে পারবে, মা- বাবার মুখ উজ্জল করতে পারবে। তিনি শিক্ষার্থীদের সকল ধরনের বাজে নেশা থেকে দুরে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ