আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিচ্ছন্ন সুনামগঞ্জ শহর বিনির্মাণে নাগরিক মতবিনিময় সভা

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : পরিচ্ছন্ন সুনামগঞ্জ শহর বিনির্মাণে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে সোমবার বেলা ১১টায় পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব‍্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কালী কৃষ্ণ পাল। এতে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ‍্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন ডা: সৈয়দ মনোয়ার আলী, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ‍্যাড. সামছুদ্দীন আহমদ, ডেপুটি সিভিল সার্জন ডা: শুকদেব সাহা, জেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম আবেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল আলম, জেলা প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সুনামগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাসের উপস্থাপনায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন পৌর সভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সাবেক পৌর প‍্যানেল মেয়র মনির উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর সৈয়দ জাহারা বেগম, সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, শিক্ষার্থী সমন্বয়ক ইমন দোজা, পৌরসভার সাবেক সচিব মামুনুর রশিদ, সাংবাদিক মাসুম হেলাল প্রমূখ।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীর সংকট আছে। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যাচ্ছে না। এই কর্মে কেউ চাকুরি করতে চায় না।

তিনি বলেন, পানি দ্রুত নিষ্কাশনের জন‍্য ড্রেন পরিস্কার রাখতে কেউ ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ডাস্টবিনে অবশ‍্যই ময়লা ফেলতে হবে। শহরের বিভিন্ন স্থানে ৬০টি ডাস্টবিন স্থাপন রয়েছে। আরও ১শত ডাস্টবিন স্থাপন করা হবে।

পৌর প্রশাসক বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার উপদ্রব নিধনে অভিযান শুরু হয়েছে। এতে পৌর নাগরিকদের সহযোগিতা খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, কামারখাল উচ্ছেদের বড় ধরণের অভিযান করলে মত্রনালয়ের বরাদ্দ এবং জনবলের প্রয়োজন রয়েছে। সুরমা নদী থেকে জাওয়ার হাওর পর্যন্ত পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এসব সমস‍্যা সকলের সম্মিলিত উদ‍্যোগে সমাধান জরুরি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ