আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই : আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকার দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রুপ নিয়ে এসেছিল। এই অস্বাভাবিক রুপকে স্বাভাবিক রুপে নিয়ে আসতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যাতে আমরা আমাদের পরিবেশকে আরও সুন্দর ভাবে রক্ষা করতে পারি। পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়তে পারি।পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়তে বেশি বেশি করে বৃক্ষরোপণের বিকল্প নেই।

আজ মঙ্গলবার (১ লা অক্টোবর) বিকেলে মিরপুর ১২ নম্বর এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবে শহীদ জিয়াউর রহমানের নামে একটা জায়গার পরিচিতি রয়েছে, যেখানে জিয়াউর রহমান নিম গাছ রোপন করেছিলেন, সেই জায়গার মানুষ আজও জিয়াকে স্মরণে রাখে উল্লেখ করে আমিনুল হক বলেন, বৃক্ষ আমাদের মহা মূল্যবান একটা সম্পদ,যা অক্সিজেন সরবরাহ করে। বর্তমানে বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষ নিধন চলছে সেই হারে বৃক্ষরোপন হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। বেশি করে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কারণ বৃক্ষ মানুষের পরম বন্ধু।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আজকে পল্লবী থেকে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হলো,পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়তে শুধু পল্লবী রুপনগর এলাকায় বৃক্ষরোপণ নয়,ঢাকা মহনগর উত্তরের সকল থানা ও ওয়ার্ডে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

পল্লবী থানা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লব এর উদ্যোগে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনী,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,আনিছুর রহমান,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রুপনগর থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,

৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের,২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মামুন,পল্লবী থানা মহিলা দলের আহবায়ক লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ