আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের আলতাফ মিয়ার দায়ের করা মিথ্যা মামলা ও নাগরিক টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বাবুর মিথ‍্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন পল্লী চিকিৎসক। আজ সোমবার দুপুরে  উপজেলার পলাশ বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী ইয়াকুল মিয়া লিখিত বক্তব্যে  বলেন, আমার উপর সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। আমি এই অভিযোগের ঘটনার সাথে জড়িত নই। আমি বীর মুক্তিযোদ্ধা ও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খানের ছেলে।

তিনি বলেন, আমার পাশের গ্রামের নাগরিক টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি  মুস্তাফিজুর রহমান বাবু। সে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও চাঁদাবাজি চক্রের সক্রিয় সদস্য। মোস্তাফিজুর রহমান বাবু অত্র এলাকায় সাধারণ মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। সে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে।

তিনি বলেন, আমি ও আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করতে চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি এই গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ