মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে ক্রেতার কাছে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দোকান ভাংচুর ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত দোকানির নাম জাহাঙ্গীর আলম (৩৭)। সে মৃত আব্দুল্লাহর ছেলে। গুরুত্বর আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে জখমী জাহাঙ্গীর আলম সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে খলিল মিয়া সহ ৮ জনকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ মাধ্যমে জানা যায়, গত ২ নভেম্বর আমার ছেলে রোমান আহমদ (১১)কে দোকানে রেখে জরুরী কাজে আমি অন্য জায়গায় যাই। কিছুক্ষণ পর সুহেল মিয়া আমার দোকানে এসে কেনাকাটা করার পর টাকা চাইলে সে অকথ্যভাষায় গালিগালাজ করে এক পযার্য়ে মারধর করে। তখন আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে খলিল মিয়া গংরা এলোপাতাড়ি কুপিয়ে আমাকে রক্তাক্ত জখম করার পর আমি অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে দোকানে থাকা নগদ দুই লক্ষ টাকা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে খলিল মিয়া গংদের হুমকির ভয়ে বাড়িঘর ছেড়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply